ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র র্যালিতে জনতার ঢল।
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র র্যালিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং বিভিন্ন রঙের ক্যাপ পরে র্যালিতে অংশগ্রহণ করেছেন নেতা-কর্মীরা।
কামান, ধানক্ষেত, কৃষক ও কমান্ডো সাজে নেতা-কর্মীরা র্যালিতে অংশ নিয়েছেন। শোভাযাত্রায় খাঁচায় বন্দি ‘দানব শেখ হাসিনার’ প্রতীকী রাখা হয়। এছাড়া ঢাক-ঢোল, ট্রাক নিয়ে ও বিভিন্ন রঙের টি-শার্ট পরে তারা র্যালিতে অংশ নেন।।
ছবি - বাবুল তালুকদার
#বিএনপি #BNP #শহীদজিয়া #ZiaurRahman
#বিপ্লব_ও_সংহতি_দিবস #৭নভেম্বর #তারেকরহমান
#PresidentZiaurRahmanBirUttam
#ZiaBangladesh #Zia
#BNP #Bangladesh #BNPMediaCell




Comments
Post a Comment